Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20151201 - AIBL Sheba Mash Amborkhana

খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫:আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ সিলেট শহরস্থ ০৩(তিন)টি শাখা কর্তৃক আয়োজিত “ঋরহধহপরধষ খরঃবৎধপু অধিৎবহবংং ঈধসঢ়ধরমহ” শীর্ষক অনুষ্ঠান সম্প্রতি সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কোম্পানী সচিব মোঃ মোফাজ্জেল হোসেন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। সিলেট অঞ্চলের কৃষক, মুক্তিযোদ্ধা, পোষাক শ্রমিক ও স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের জোনাল হেড ও ভাইস প্রেসিডেন্ট মোঃ হারুন অর রশীদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোঃ হারুনুর রশীদ। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লালদিঘীরপাড় শাখার ব্যবস্থাপক এ.এস.এম. গৌছ উদ্দিন সিদ্দিকী, জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক মোঃ কয়ছর খান, আম্বরখানা শাখার ব্যবস্থাপক মোঃ গোলাম মহিউদ্দিন চৌধুরী, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান খান। ব্যাংকের সিলেট জোনাল অফিসের এফএভিপি জনাব মোঃ নুরুল আম্বিয়া চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ব্যাংকের জিন্দাবাজার শাখার অফিসার জনাব আহমদ সামছুদ্দিন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মকবুল হোসেন ও মোঃ খলিলুর রহমান, ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ মারজান আহমদ ও তাহমিনা বেগম, কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উম্মে সালমা ও মোঃ রফিক আহমদ, গার্মেন্টস ওয়ার্কারস এর পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহ আসছমা জাহান। অনুষ্ঠানে ০৩ (তিন)টি শাখার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।