খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫: ব্যাটিংটা যদি দলের দুর্বল দিক হয়, তাহলে বোলিং-শক্তি নিয়ে গর্বই করতে পারে বাংলাদেশের মেয়েরা। ব্যাংককে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে সেই বোলিং-শক্তির দুর্দান্ত প্রদর্শন ঘটিয়েছেন খাদিজাতুল কোবরা, রুমানা আহমেদ, জাহানারা আলমরা। ব্যাট হাতে নিজেদের ইনিংস মাত্র ১০০ রানে শেষ হলেও পাপুয়া নিউগিনিকে ৫৯ রানে অলআউট করে দিয়ে তুলে নিয়েছেন ৪১ রানের দারুণ এক জয়।
এই জয়ে নিজেদের গ্রুপ শতভাগ জয়ের রেকর্ড রেখেই সেমিফাইনালে খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের যেকোনোটি। বাছাইপর্বের ফাইনালে ওঠা দুটো দল আগামী বছর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্তপর্বে জায়গা করে নেবে।