Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫: তথ্য-প্রযুক্তিকে দুর্নীতিরোধের প্রধান হাতিয়ার বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার মতে, তথ্য-প্রযুক্তি কেবল দুর্নীতি দূর করারই প্রধান হাতিয়ার নয়, খাতটি দেশের জাতীয় আয়েরও প্রধান খাত হয়ে উঠছে। অর্থমন্ত্রী বলেন, বংলাদেশ দেরিতে হলেও প্রযুক্তিতে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে সবকিছু ডিজিটালাইজড করার চেষ্টা করা হচ্ছে।
আজ মঙ্গলবার একাদশতম গভর্নমেন্ট ফোরাম অন ইলেক্ট্রনিক আইডেন্টিটি শীর্ষক দুই দিনের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থমন্ত্রী।
আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমি একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে ছিলাম। অনেক শিক্ষার্থী আছে সেখানে। কিন্তু শিক্ষকদের বেতন দিতে পারে না। এরপর ভর্তি প্রক্রিয়া ডিজিটাল করে দিলাম। ভর্তি বাবদ ঐ প্রতিষ্ঠানের আয় ৮০ হাজার থেকে আট লাখে চলে গেল।
তিনি বলেন, আমরা সম্প্রতি আইসিটি যুগে প্রবেশ করেছি। আমাদের একটু দেরি হয়েছে। তবে অনেক ক্ষেত্রেই ডিজিটাল কার্যক্রমের চেষ্টা করছি। ইতোমধ্যে অনেক ক্ষেত্রে সফলতাও এসেছে। বিশেষ করে লেনদেন প্রক্রিয়া অনেক এগিয়েছে। ব্যাংকিং, মোবাইল ফিনানশিয়াল সার্ভিস, আয়কর পরিশোধ, রিটার্ন দাখিল, অ্যাডমিশন ফিস, টেন্ডার ফিস ইত্যাদিতে আমরা অনেক এগিয়েছি। অন্যান্য খাতেও অগ্রগতি হচ্ছে।
হোটেল সোনারগাঁয়ের গ্র্যান্ড বলরুমে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে সেমিনারের আয়োজন করেছে এশিয়া প্যাসিফিক স্মার্টকার্ড অ্যাসোসিয়েশন। সেমিনারে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশে ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের উদাহরণ টেনে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আমরা কারিগরি প্রযুক্তিতে ইতিমধ্যে ডিজিটাল হয়ে গেছি। এ খাতটিতে দেশের তরুণ ও যুব সমাজ খুবই সক্রিয়। ফলে দেশের তথ্য-প্রযুক্তি খাত আজ সম্ভাবনাময় খাতে পারিণত হয়েছে। সরকারের প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে মন্ত্রী বেসিস এবং বিসিসিকে আরও সহযোগিতার আহ্বান জানান সেমিনারে।