Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫: বিস্ফোরক মামলায় ইসলামী ছাত্র শিবিরের সাত নেতাকর্মীকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে রংপুরের একটি আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন বলে জানান অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেয়াজুল করীম।
এছাড়া প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন আহসান হাবীব, মোস্তফা কামাল, মেহেদী হাসান ওরফে তাওহীদ ইকবাল সৌরভ, রবিউল ইসলাম, মনোয়ার হোসেন, জামিরুল ইসলাম ওরফে আব্দুল্লাহ ও ময়নুল ইসলাম।
অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেয়াজুল করীম বলেন, “রায় ঘোষণার সময় আসামি আহসান হাবীব ও মোস্তফা কামাল আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।”
দণ্ডিতরা সবাই ‘কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ’ শাখার ইসলামী ছাত্রশিরের নেতাকর্মী বলে জানান তিনি।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৮ মার্চ গভীর রাতে রংপুর নগরীর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের পাশে ‘অনি-অমি’ নামের একটি ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ।
সেখান থেকে বিপুল পরিমাণ হাতবোমা, বিস্ফোরক দ্রব্য, পেট্রোল ভর্তি সেভেন আপের বোতল ও লোহার রডসহ আহসান হাবীব ও মোস্তফা কামালকে আটক করা হয়।
অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেয়াজুল করীম বলেন, পরদিন কোতোয়ালি থানার এসআই মোখতারুল আলম বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।
ওই বছরের ২৬ মে শিবিরের আহসান হাবীব ও মোস্তফাসহ মোট সাত জনের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয় বলে জানান তিনি।