Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

MoU with Royal Resort

খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫:পূবালী ব্যাংক লিমিটেড এবং রয়্যাল টিউলিপ সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে পূবালী ব্যাংক লিমিটেডের পক্ষে তথ্য প্রযুক্তি বিভাগের মহাব্যবস্থাপক ও চীফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী এবং সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা এর পক্ষে ডিরেক্টর অব সেলস্ এন্ড মার্কেটিং অমিত রাজদান স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হালিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী এবং সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল হক শামীম। এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ এবং উর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।নুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের মহাব্যবস্থাপক শেখ গোলাম মোহাম্মদ।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে পূবালী ব্যাংক লিমিটেডের ক্রেডিট ও ডেবিট কার্ডের গ্রাহকবৃন্দ কক্্রবাজারে অবস্থিত সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা-তে অবস্থানকালে বিশেষ ছাড় উপভোগ করবেন।