Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

66খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫: বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের উভয় বাজারের লেনদেন। মঙ্গলবার প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৩.৩২ পয়েন্ট। এর ফলে দুপুর সাড়ে ১২টায় সূচক দাঁড়িয়েছে ৪৬২৪.৩২ পয়েন্টে।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ৫৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর।
প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ২৪০ কোটি ৪৪ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে রয়েছে ইফাদ অটোস। এ কোম্পানির লেনদেন হয়েছে ১৮ কোটি ৬১ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার। ১৩ কোটি ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। তৃতীয় স্থানে থাকা বিএসআরএম স্টিলের লেনদেনের পরিমাণ ১১ কোটি ৯৪ লাখ ৪৫ হাজার টাকা। লেনদেন এর পর রয়েছে যথাক্রমে- স্কয়ার ফার্মা, আল বারাকা ও কেডিএস এক্সেসরিজ।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সিএসসিএক্স ৮৩.০৪ পয়েন্ট বেড়ে ৮৬০৫.৯৩ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।