খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫: অবশেষে প্রতিক্ষার প্রহর শেষ হল। সবকিছু ঠিক থাকলে আজ রাতেই বাংলাদেশের মাটিতে পা রাখবেন টি-২০ ক্রিকেটের সচেয়ে বড় তারকা পাকিস্তানের অল-রাউন্ডার শহীদ আফ্রিদি। যাকে ক্রিকেট বিশ্ব চেনে বুমবুম আফ্রিদি নামে। বিপিএলে সিলেট সুপার স্টার্সের হয়ে মাঠ মাতাবেন শহীদ আফ্রিদি।
আগামীকাল সন্ধ্যায় চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে আফ্রিদিকে।
সোমবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ শেষ হয়েছে পাকিস্তানের। সেই সিরিজে পাকিস্তান ৩-০ তে হারলেও আফ্রিদির পারফর্মেন্স ছিল চোখে পড়ার মত। দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন তিনি। টি-২০তে সর্বোচ্চ উইকেট শিকারীর নামটা নিজের করে নিয়েছেন পাকিস্তানের টি-২০ অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে আফ্রিদি নিয়েছেন ৫ উইকেট আর ব্যাট হাতে ১৭৬.৬৬ স্ট্রাইকরেটে করেন ৫৩ রান। এই ফর্মটা বিপিএলে অব্যাহত থাকুক সেটাই অবশ্য চাইবে সিলেট সুপার স্টার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।