Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪॥ বুধবার, ২ ডিসেম্বর ২০১৫ : আসন্ন পৌরসভা নির্বাচনের আচরণবিধি মেনে চলার বিষয়টি মনে করিয়ে দিতে পরিপত্র জারির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সচিবালয় থেকে জানা যায়, পরিপত্র জারির নথিটি কমিশনের টেবিলে উত্থাপন করা হয়েছে।
আচরণবিধি অনুযায়ী প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ, হুইপ, বিরোধীদলীয় নেতা, বিরোধীদলীয় উপনেতা, সংসদ সদস্য ও সিটি করপোরেশন মেয়র নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। তবে কেউ কোনো পৌরসভার ভোটার হলে ভোট দেওয়ার জন্য তিনি ভোটকেন্দ্রে যেতে পারবেন।
পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনের সময়ে কোনো সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন বা ঘোষণা দিতে পারবে না। সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের অনুকূলে কোনো ধরনের বরাদ্দ ঘোষণা বা অবমুক্ত করতে পারবেন না।
মেয়র, কাউন্সিলর বা অন্য কোনো কর্মকর্তা পৌর এলাকার উন্নয়নমূলক কাজের জন্য কোনো প্রকল্প অনুমোদন বা অর্থ ছাড় করতে পারবেন না। আচরণবিধিতে বলা হয়েছে, ভোটের দিন থেকে পূর্ববর্তী তিন সপ্তাহের আগে কোনো ধরনের প্রচার কাজ শুরু করা যাবে না। এই হিসাবে এবার পৌর নির্বাচনে প্রার্থীরা প্রতীক বরাদ্দের চার দিন আগে ৯ ডিসেম্বর থেকে প্রচার কাজ শুরু করতে পারবেন। প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ হবে ১৪ ডিসেম্বর।