খোলা বাজার২৪, বুধবার, ২ ডিসেম্বর ২০১৫ :বিশ্ব ব্যাংক এর সহযোগিতায় গঠিত ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট (এফএসএসপি) বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে অংশীদারীত্ব চুক্তি করল এক্সিম ব্যাংক।
গত (০১-১২-২০১৫) বাংলাদেশ ব্যাংক এর সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক ও প্রজেক্ট ডাইরেক্টর জনাব মো: আহসান উল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ডেপুটি গভর্নর এস. কে. সুর চৌধুরী ও ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা এবং উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ।