খোলা বাজার২৪, বুধবার, ২ ডিসেম্বর ২০১৫ : অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, নিজামীর আইনজীবীর তার মৃত্যুদণ্ডের পরিবর্তে সাজা কামানোর আবেদনের মধ্য দিয়ে তার মানবতাবিরোধী অপরাধের দোষ স্বীকার করে নিয়েছেন।
বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এই কথা বলেন। মাহবুবে আলম বলেন, সাজা কমানো সম্পূর্ণ আদালতের বিষয়। চারটি অপরাধে নিজামীর মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। এইসব অভিযোগে মৃত্দুণ্ড মওকুফ হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না। অপরাধ স্বীকারের এ রকম স্পষ্ট বক্তব্য এটাই প্রথম বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সাজা বাড়ানো-কমানো আদালতের ব্যাপার। তবে সাজা কমবে- এটা আমি বিশ্বাস করি না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তান যেসব ঔদ্ধত্বপূর্ণ বক্তব্য দিয়েছে তার প্রতিবাদ জানিয়ে বুদ্ধিমানের কাজ করেছে বিএনপি। যদি তারা এই প্রতিবাদ না জানাতো তাহলে দল হিসেবে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত। অন্তর থেকে না বললেও অস্তিত্ব রক্ষার জন্য বিএনপি বাহ্যিকভাবে পাকিস্তানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে।
এর আগে নবম কার্যদিবসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যুক্তিতর্ক উপস্থাপনকালে আসামিপক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আদালতকে বলেছেন, একাত্তরে হত্যা-গণহত্যা হয়েছে। তারা (যুদ্ধাপরাধী, রাজাকার-আলবদররা) সহযোগিতা করেছেন। এই আসামি (নিজামী) নিজের রাজনৈতিক বিশ্বাস থেকে এ কাজগুলো করেছেন। এগুলো যদি তিনি করেও থাকেন, তাহলেও যেন তাকে চরম দণ্ড থেকে রেহাই দেওয়া হয়।
আপিল শুনানির নবম কার্যদিবসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যুক্তিতর্ক শেষ করেন আসামিপক্ষ। এরপর রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আগামী ০৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার দিন ধার্য রয়েছে।