খোলা বাজার২৪, বুধবার, ২ ডিসেম্বর ২০১৫ : রাজধানীর পুরান ঢাকার হোসনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনায় সন্দেহজনক পাঁচ জেএসবি সদস্যকে ফের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এরা হলেন, চাঁন মিয়া (৩২), ওমর ফারুক ওরফে মানিক (২৮), হাফেজ আহসান উল্লাহ মাহমুদ (২৯), শাহজালাল (৩৮) এবং কবির হোসেন ওরফে রাশেদ (৩২)। পাঁচদিন রিমান্ড শেষে বুধবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আনসারী আসামিদের আদালতে হাজির করে ফের ৭ দিন রিমান্ড চান।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ আসামিদের ফের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসবাদের অনুমতি দেন। তাজিয়া মিছেলে ওই হামলার ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে গত ২৬ নভেম্বর আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড চাইলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত ২৩ অক্টোবর শিয়া মতাবলম্বীদের রীতি অনুযায়ী তাজিয়া মিছিল উপলক্ষে হোসেনী দালানের সামনে রাতে সবাই জড়ো হন।
দেড়টার দিকে হঠাৎ পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় শতাধিক লোক আহত হন। আহতদের মধ্যে সাজ্জাদ হোসেন সানজু নামে এক যুবক রাত ৩টার দিকে মারা যান। এ ঘটনায় ২৫ অক্টোবর দুপুর ১২টার দিকে রাজধানীর চকবাজার থানায় বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন।