Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

58খোলা বাজার২৪, বুধবার, ২ ডিসেম্বর ২০১৫ : সিলেট সুপার স্টার্স এই ম্যাচে পেয়েছে শহীদ আফ্রিদি ও সোহেল তানভিরকে। প্রথম ম্যাচেই আফ্রিদির ওপর চলে এসেছে বড় দায়িত্ব। চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ২২ রানেই ৪ উইকেট হারিয়েছে সিলেট। চাপের মুখেই ব্যাট করতে নেমেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি। এই রিপোর্ট লেখার সময় ১১ ওভারে ৬ উইকেটে ৬৮ রান সিলেটের। চিটাগাংয়ের শক্তি ব্যাটিং। ঢাকায় তাই দেখা গেছে। কিন্তু নিজেদের শহর চট্টগ্রামে এসে খেলা দুই ম্যাচেই ব্যাটে ব্যর্থ তারা। এই ম্যাচে টস জিতে চিটাগাংয়ের অধিনায়ক তামিম ইকবাল ব্যাট করতে পাঠালেন সিলেটকে। আর প্রথম ওভার থেকেই উৎসব শুরু হয়ে গেলো তাদের।
ম্যাচের তৃতীয় বলে মোহাম্মদ আমির রান আউট করেছেন দিলশান মুনাবিরাকে (৪)। তৃতীয় ওভারে বিলওয়াল ভাট্টি তুলে নেন নুরুল হাসানের (৬) উইকেট। চতুর্থ ওভারে ২ উইকেট হারায় সিলেট। তাসকিন আহমেদ ম্যাচে তার প্রথম বলেই এলবিডাব্লু করেন সিলেট অধিনায়ক মুশফিকুর রহিমকে (০)। চতুর্থ বলে দিলশানের থ্রোতে বল পেয়ে তাসকিন রান আউট করেন রবি বোপারাকে (১১)। ধ্বসটাকে সামাল দেন আফ্রিদি ও মুমিনুল হক। পঞ্চম উইকেটে ২৪ রান আসে। সপ্তম ওভারে গিয়ে আবার আঘাত হানে চিটাগাং।
এবার শফিউল ইসলামের বলে তামিমকে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল (৯)। আসিফ হাসানের বলে নাজমুল হোসেন (৭) উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। ৬৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে সিলেট। পয়েন্ট টেবিলের তলানির দুই দল চিটাগাং ও সিলেট। ৫ ম্যাচে মাত্র একটিতে জিতেছে সিলেট। আর চিটাগাং ৬ ম্যাচে জিতেছে ১টিতে।