Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

60খোলা বাজার২৪, বুধবার, ২ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টনে স্বাগতিক দেশের মেয়েরা ভালো শুরু করেছে। এককে দারুণ জয় নিয়ে প্রথম রাউন্ড পেরিয়েছেন দুই শাটলার দুলালি হালদার ও এলিনা সুলতানা।
শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বুধবার জমজমাট লড়াইয়ের পর ভারতের ললিতা দাহিয়াকে ২৩-২১, ২৩-২১ ব্যবধানে হারান দুলালি।
এলিনা অবশ্য দাপুটে জয় পেয়েছেন নেপালের অমিতা গিরির বিপক্ষে। ২১-১৪, ২১-৪ পয়েন্টে জিতে পরের রাউন্ডে উঠেছেন জাতীয় চ্যাম্পিয়নশিপের এই শিরোপাজয়ী।
মেয়েদের এককে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের অপর দুই শাটলার বৃষ্টি খাতুন ও রেহানা পারভীন।
ছেলেদের এককে ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা মোয়াজ্জেম হোসেন ও আব্দুল্লাহ আল-মাশরাফি পরের পর্বে যেতে পারেননি। সিঙ্গাপুরের রুইশেং জেথ্রো তানের কাছে ২১-১৬, ২১-১৯ ব্যবধানে হারেন মোয়াজ্জেম। মালয়েশিয়ার জুন উই শিয়েমের কাছে ২১-১১, ২১-৬ ব্যবধানে হারেন মাশরাফি।
ছেলেদের দ্বৈতে মাশরাফি-রানা বিশ্বাস ও আহসান হাবিব পরশ-জামিদ আহমেদ জুটি প্রথম রাউন্ডেই ছিটকে গেছেন।
মিশ্র দ্বৈতে শুভসূচনা পেয়েছে বাংলাদেশের শাটলাররা। চান্দ লাল-রেহানা পারভীন জুটি ২১-১৫, ১৮-২১, ২২-২০ ব্যবধানে নেপালের বিষ্ণু কাতওয়াল-নাংসাল তামাং জুটিকে হারান।
আহসান হাবিব পরশ-শিল্পা আক্তার জুটি ২১-৯, ২১-১২ পয়েন্টে নেপালের সাজান কৃষ্ণা তাম্রাকার-সিচি শ্রেষ্ঠা জুটিকে হারিয়ে পরের পর্বে উঠেছেন।
আগামী ফেব্র“য়ারির দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) প্রস্তুতি ক্যাম্পে থাকা খেলোয়াড়দের সঙ্গে জুনিয়র মিলিয়ে বাংলাদেশের ২৩ জন শাটলার এ আসরে খেলছে।