খোলা বাজার২৪ : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫ জামায়াত ইসলামীর নেতারা স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এ সেনা কর্মকর্তা বলেন, ইসিতে ৪০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। কিন্তু দেশে তো আরও দল আছে। সংবিধানের ৩৮ অনুচ্ছেদে দল বা সংগঠন করার বিষয়ে বলা আছে। সবাইকে যে নিবন্ধিত হতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। তারা যদি নিবন্ধিত নাও হয় তারপরও নির্বাচন করতে পারবে। তবে তারা দলীয় প্রতীক পাবে না।
তিনি বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনে কারা যোগ্য বা অযোগ্য। ব্যক্তি বিশেষ নয়, প্রতিটি ব্যক্তির নির্বাচনে অংশ নিতে পারবেন তবে কোনো ধরনের অযোগ্যতা থাকলে তারা অংশ নিতে পারবে না। নির্বাচনী ব্যয়ের বিষয়ে তিনি বলেন, প্রতিটি প্রার্থীর আলাদা এ্যাকাউন্ট থাকবে। সেখান থেকে তারা খরচ করবে। তাদের প্রতিটি খরচ তাদেরে ইসিতে জমা দিতে হবে। নির্বাচন শেষ হওয়ার এক মাসের মধ্যে হিসাব ইসিতে জানাতে হবে বলেও জানান জাবেদ আলী।