খোলা বাজার২৪ : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫।।তোফাজ্জল হোসেন নরসিংদী প্রতিনিধিঃবিশিষ্ট সাংবাদিক ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি আবুল ফায়েজের মাতা আদরেরন্নেছা (৭৫) গতকাল বৃহস্পতিবার ঢাকায় তার ছোট ছেলে আবুল বাশার ভূইয়ার বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে……… রাজেউন। দীর্ঘ দিন যাবত তিনি জটিল রোগে ভোগ ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। আজ শুক্রবার ঢাকা থেকে তার লাশ গ্রামের বাড়ী নরসিংদীর শিবপুর উপজেলার নৌকাঘাটা গ্রামে আনা হবে এবং সকাল ৯টায় নামাজে জানাজার পর পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। সাংবাদিকের মায়ের মৃত্যুতে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাখন দাস, সাবেক সভাপতি নিবারণ রায়সহ সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।