
এ অনুমোদনের ফলে জার্মানি আইএস’র বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে টর্নেডো স্পাই জেট, ট্যাংকার এয়ারক্রাফটসহ সর্বোচ্চ ১২০০ সেনা পাঠাবে সিরিয়ায়। প্লেনবহর পূর্ব ভূমধ্যসাগরে সিরীয় উপকূলে অবস্থানরত ফরাসি বিমানবাহী রণতরী চার্লস দ্য গল’র সঙ্গে যোগ দেবে। তবে এগুলো সরাসরি কোনো অভিযানে এখনই অংশ নেবে না। এছাড়া, আগামী সপ্তাহ নাগাদ দুটি জার্মান টর্নেডো জেট ও ট্যাঙ্কার জেট তুর্কি ইনকারলিক বিমানঘাঁটিতে পাঠানো হবে।
– See more at: http://www.sheershanewsbd.com/2015/12/04/106348#sthash.n6TXmo0H.dpuf