খোলা বাজার২৪ : শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মুদ্রা ও মানবপাচারকারী চক্রের এক পাকিস্তানী নাগরিকসহ ৬ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এসময় তাদের কাছ থেকে এক কোটি ইন্ডিয়ান জাল রুপি, ৬ লাখ ২৪ হাজার টাকা, বিপুল পরিমাণ ইউএস ডলার, পাকিস্তানি রুপি, সৌদি রিয়াল, ২১ পাকিস্তানি পাসপোর্ট এবং বিপুল পরিমাণ সিল উদ্ধার করা হয়েছে যা মানবপাচার কাজে ব্যবহার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি জানান, আজ দুপুরে র্যাব সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।