Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
56604_01খোলা বাজার২৪ : শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫:মানিকগঞ্জ থেকে ঢাকায় আসার পথে বাসের চালকের এক সহকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে এ ঘটনায় তৃতীয় বর্ষের ওই শিক্ষার্থী রাজধানীর দারুস সালাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে এসআই খাদিজাতুজ সাহেলা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে। অভিযোগকারী শিক্ষার্থীর এক বন্ধু জানান, ছুটির দিনে প্রায়ই গ্রামের বাড়ি মানিকগঞ্জে যান ওই ছাত্রী। শনিবার ক্লাস থাকায় শুক্রবার দুপুরে শুকতারা পরিবহনে করে ঢাকায় ফিরছিলেন। বাসে যাত্রী খুব কম থাকায় তিনি একা একটি আসনে বসেছিলেন।

বেলা দেড়টার দিকে বাসটি সিংগাইর উপজেলা পেরোনোর পর চালকের এক সহকারী তার পাশ ঘেঁষে বসেন এবং বিভিন্ন ধরনের কথা বলে গায়ে হাত দেয়ার চেষ্টা করেন। যৌন হয়রানির শিকার বলেন ওই ছাত্রী জানান, “সামনের দিকের সিটে বসেছিলাম। একবারে পেছনের দিকে মাত্র কয়েকজন যাত্রী ছিল। সিংগাইর পার হওয়ার পর আমার পাশের খালি সিটে মামুন নামে চালকের এক সহকারী বসে গায়ে হাত দেয়ার চেষ্টা করে। পরে অশ্লীল কথা বলে।

এর প্রতিবাদ করায় নিপীড়ক ‘আজেবাজে কথা’ বলে মাঝপথে বাস থেকে তাকে নামিয়ে দিতে চেয়েছিল জানিয়ে তিনি বলেন, “পরে অন্য কয়েকজন যাত্রী এগিয়ে আসায় তা পারেনি। গাবতলী নেমে থানায় এসেছি।

ওই বাসের চালকের আরেক সহকারীর কাছে মামুন নামটি শুনেছেন বলে জানান ওই শিক্ষার্থী।