Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশের পতাকার সঙ্গে মিল রেখে লাল-সবুজে রাঙানো ১১৪টি রেল কোচ আগামী বছর জুনে দেশে আসছে বলে জানিয়েছেন রেলওয়ে সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন।
শুক্রবার কমলাপুর স্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের ‘পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে যাত্রী সেবা সপ্তাহ-২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সচিব এ তথ্য জানান।
তিনি বলেন, “আগামী বছর জুন মাসের মধ্যে লাল-সবুজ রঙের ১১৪টি নতুন কোচ রেলবহরে যোগ হচ্ছে। এ কোচগুলো হবে আধুনিক মানের।”
এর মধ্যে ভারত থেকে ৫৪টি এবং ইন্দোনেশিয়া থেকে ৬০টি কোচ আনা হচ্ছে বলে রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন জানান।
আগামী বছর মোট ২৭০টি নতুন কোচ রেলবহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে ১২০টি আসবে ভারত থেকে। এডিবির অর্থায়নে ইন্দোনেশিয়া থেকে বাকি ১৫০টি কোচ কেনা হবে।
রেল সচিব বলেন, যোগাযোগ মন্ত্রণালয় থেকে আলাদা হয়ে রেলপথ মন্ত্রণালয় গঠনের পাঁচ বছর পূর্তিতে ‘যাত্রী সেবা সপ্তাহের’ আয়োজন করা হয়েছে।
“সহজ, সাবলিল, নিরাপদ ও আরামদায়ক একটি যোগাযোগ ব্যবস্থা তৈরির উদ্দেশ্যে এই সেবা সপ্তাহ। এই সেবা আরও বাড়িয়ে তোলা হবে।”
এজন্য বিভিন্ন উদ্যেগ নেওয়া হয়েছে জানিয়ে সচিব বলেন, বর্তমানে ট্রেনের সময়সূচি ৯০ শতাংশ ক্ষেত্রে বজায় রাখা সম্ভব হচ্ছে। সেবার মানের আরও উন্নতি কীভাবে করা যায় সে উদ্যেগ নেওয়া হচ্ছে। রেলের টিকেট আরও সহজলভ্য করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ মান বাড়ানোর চেষ্টা চলছে। এর পর থেকে প্রতিবছরই এ ধরনের আয়োজন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন রেলসচিব।