Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ভারতে বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রধানমন্ত্রীরখোলা বাজার২৪, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫ : দক্ষিণ ভারতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক চিঠিতে তিনি বলেছেন, ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে আমরা এই দুর্যোগে আপনাদের পাশে আছি।
মোদিকে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনা আরো বলেন, দুর্যোগের এই সময়ে আমি আমার সরকার ও জনগণের পক্ষ থেকে ভারতের দুর্গত এলাকার বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাই।
এ ছাড়াও বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি প্রধানমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, অসময়ে প্রবল বৃষ্টিতে ভারতের তামিলনাড়ু ও গুজরাটে এ পর্যন্ত অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও চেন্নাই থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাত হাজারের বেশি মানুষকে। তা ছাড়াও বৃহস্পতিবার দুর্গত এলাকার পরিস্থিতি ঘুরে দেখে হাজার কোটি রুপি ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।