Tue. Oct 21st, 2025
Advertisements

atm_booth_324343খোলা বাজার২৪ : শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫:বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে জিম্মি করে ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে নেওয়ার ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।তারা হলো- মিন্টু শেখ ও আসলাম। ঘটনার এক মাস পর বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর বাড্ডা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে লুণ্ঠিত ৫০ হাজার টাকা এখনও উদ্ধার করা যায়নি।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২ নভেম্বর রাত ৮টার দিকে তেজগাঁও শিল্পালঞ্চলের রাস্তা থেকে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে জিম্মি করে রিকশায় তুলে নেওয়া হয়। এরপর তাকে গুলশানের নিকেতন এলাকার একটি ব্যাংকের বুথে নিয়ে ৫০ হাজার টাকা তুলতে বাধ্য করা হয়। তোলার পরপরই সেই টাকা কেড়ে নেয় সঙ্গে থাকা দুর্বৃত্তরা।জিম্মি করা থেকে শুরু করে টাকা তুলে নেওয়া পর্যনন্ত প্রায় দু’ ঘন্টা ধরে চলে এই ছিনতাই পর্ব। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়। এটিএম বুথের সিসি ক্যামেরা থেকে সংগ্রহ করা হয় ছিনতাইয়ের সময়ের ফুটেজ। তাতে ছিনতাইয়ের শিকার ব্যক্তি ও ছিনতাইকারীদের ছবি স্পষ্টভাবেই ধরা পড়েছে। এই ছবি থাকার পরও পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতার করতে পারছিল না।পুলিশ জানায়, অবশেষে বৃহস্পতিবার ছিনতাইকারীদের দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মিন্টু শেখ দীর্ঘদিন ধরে তেজগাঁও-বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় কৌশলে ছিনতাই করে আসছিল। আর আসলাম দিনে রিকশাচালক হলেও সন্ধ্যার পর হয়ে যায় ছিনতাইকারী। দলের অপর সদস্য নাছির গত ২৩ নভেম্বর শাহবাগে একটি ল্যাপটপ ছিনতাইয়ের সময় ধরা পড়ে। এখন সে কারাগারে।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মিজানুর রহমান সমকালকে বলেন, দীর্ঘদিনের চেষ্টায় পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। শুক্রবার তাদের ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে হাজির করা হয়। হাকিম তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।ওসি জানান, তাদের জিজ্ঞাসাবাদে অন্যান্য ছিনতাইয়ের ব্যাপারেও তথ্য মিলবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি লুণ্ঠিত টাকাও উদ্ধার করা সম্ভব হবে।