
খোলা বাজার২৪ : শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫:আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী দমন মিশনে নেমেছে আওয়ামী লীগ। সদস্য সদস্য নন দলের এমন কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যেই পৌঁছে গেছেন তৃণমূলে। তাদের প্রথম কাজ, বুঝিয়ে বিদ্রোহী প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করানো। এতেও কাজ না হলে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হবে।
বিদ্রোহী প্রার্থীদের বুঝিয়ে কিভাবে বসিয়ে দেয়া যায় সে ব্যাপারে করণীয় ঠিক করতে শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সদস্যরা জরুরি বৈঠক করেছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, সংসদ সদস্য নন এমন কেন্দ্রীয় নেতাদের তৃণমূলে থাকতে হবে। একই সঙ্গে বৈঠকে বিদ্রোহী প্রার্থী ঠেকাতে অগ্রণী ভূমিকা রাখতে সাত বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাত সাংগঠনিক সম্পাদককে নির্দেশ দেয়া হয়।
বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের বলেন, বিএনপি জনগণ থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে গেছে যে, শত চেষ্টা করে তাদের পৌরসভা নির্বাচনে জয়লাভ করার সুযোগ নেই। এটা বুঝতে পেরেই তারা সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার ও মিথ্যাচার করে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। যাতে জনগণের কাছ থেকে কিছুটা হলেও অনুকম্পা পাওয়া। তিনি বলেন, বিএনপি যেমন নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছে না বলে দাবি করছে, জনগণও বিএনপিকে নিয়ে মাথা ঘামাচ্ছে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গণমাধ্যমে প্রার্থী তালিকা আগে প্রকাশ না করাকে রাজনৈতিক কৌশল হিসেবে আখ্যায়িত করে হানিফ বলেন, আমাদের হিসাবে অনুযায়ী ৭১টি পৌরসভায় বিকল্প প্রার্থী রয়েছে। ১৩ ডিসেম্বরের মধ্যে একটি পৌরসভায়ও কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।