খোলা বাজার২৪, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫ : ১২ হাজার যুদ্ধাপরাধীর বিচারকাজ পর্যায়ক্রমে চলবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার দুপুরে শেরপুর সার্কিট হাউজে তিনি একথা জানান।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারে অঙ্গীকারাবদ্ধ। বঙ্গবন্ধু সরকার একাত্তরে খুন-অগ্নিসংযোগ ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাড়ে ১২ হাজার যুদ্ধাপরাধীর যে তালিকা তৈরি করে তার বিচারকাজ পর্যায়ক্রমে চলতে থাকবে।
তিনি আরো বলেন, সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর করায় পাকিস্তান সরকার যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তা বাংলাদেশ ও মুক্তিযুদ্ধবিরোধী, একইসাথে ন্যাক্কারজনক। তাদের প্রতিক্রিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল। এটি যে কোনো রাষ্টের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে শিষ্টাচারবহির্ভূত। পাকিস্তানের এমন ভূমিকা শক্র রাষ্ট্রের আচরণের মতো।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এরই মধ্যে পাকিস্তানের এ ভূমিকা প্রত্যাখ্যান করে কৈফিয়ত তলব করেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক কোন পর্যায়ে থাকবে, তা পুনর্বিবেচনা করা দরকার। সরকার এ বিষয়ে ভাবছে। এ বিষয়ে খুব শিগগিরই কর্মপš’া নির্ধারণ করা হবে।
তিনি আরো বলেন, প্রতি জেলায় একটি করে তথ্যভবন নির্মাণ করা হবে। যার মাধ্যমে বাসস, বিটিভি ও বেতারের স্থানীয় প্রতিনিধি ছাড়াও বিভিন্ন মিডিয়ার কর্মীরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে পারবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার এমপি, জেলা প্রশাসক ড. এএম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিন প্রমুখ।