Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫ : সিরিয়ায় তথাকথিত ইসলামিক স্টেটের জঙ্গিরা একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে ছ’টি বাচ্চা শিশু জঙ্গিদের হাতে আটক সামরিক বন্দীদেরকে হত্যা করছে।
ভিডিওটির শুরুতে মাদ্রাসায় কোরান পড়ছে এরকম কিছু ছাত্রের ছবি দেখানো হয়। একই সাথে দেখানো হয় তাদেরকে কিভাবে কারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের ভেতর থেকে ছ’জন শিশুর নাম ঘোষণা করা হয়।
তারপর দেখা যায় ওই শিশুরা ধ্বংস হয়ে যাওয়া একটি দুর্গের ভেতরে ও চারপাশে দৌড়ে বেড়াচ্ছে।
মনে হচ্ছে, শিশুরা যাদেরকে হত্যা করবে তাদেরকে ওরা সেখানে খুঁজে বেড়াচ্ছে। একসময় তাদের হাতে পিস্তল তুলে দেওয়া হয়।
একসময় তারা বন্দীদের খুঁজে পায়, তাদের হাত বাঁধা ছিলো।
তারপর একেকজন শিশু একেকজন বন্দীকে হত্যা করে।
পাঁচজনকে হত্যা করা হয়েছে গুলি করে। আর একজনকে গলা কেটে।
এর আগেও আই এস তাদের হাতে আটক বন্দীদের জবাই করে ও আগুনে পুড়িয়ে হত্যার ভিডিও প্রকাশ করেছে। কিন্তু শিশুদেরকে দিয়ে জিম্মিদেরকে হত্যা করার ভিডিও এটাই প্রথম।
বিবিসির একজন সংবা“াতা বলছেন, এই ভিডিওটি প্রকাশের মাধ্যমে আই এস এই বার্তা দিতে চাইছে যে তারা নতুন প্রজন্মের জিহাদি তৈরি করছে যারা আগামীতেও তাদের শত্রুদের বিরুদ্ধে বর্বরতা অব্যাহত রাখতে পারবে।