Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫ : দু’দিনের সফরে আগামী ১২ ডিসেম্বর ঢাকা আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা কাউন্সিলর থমাস এ শ্যানন।
বাংলাদেশের বিভিন্ন স্থানে বিদেশি নাগরিক হত্যা ও শিয়া সম্প্রদায়ের ওপর বোমা হামলা এবং জঙ্গি সংগঠন আইএসের দায় স্বীকার, সন্ত্রাসী ঘটনাগুলোর সাথে আইএসের যোগসূত্রের সত্যতা নিরুপনে সরকারকে সহায়তা দেবার জন্য পশ্চিমা দেশগুলোর প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে ঢাকা আসছেন কর্মকর্তা।
এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের নাগরিকদের চলাচলে ওপর যে সতর্কতা জারি করেছেন সে সম্পর্কের টানাপোড়েন কমাতে এই সফর অত্যন্তগুত্বপূর্ণ বলে মনে করছেন বিভিন্ন কূটনৈতিক মহল। তাছাড়াও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধার বিষয়টিও গুরুত্ব পাবে যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ের এই দুই প্রভাবশালীর ঢাকা সফরে।
সফরকালে শ্যানন ও বিসওয়াল পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে বৈঠক এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সাক্ষাত করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তারা সৌজন্য সাক্ষাত করতে পারেন।