খোলা বাজার২৪, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫ : রংপুর জেলার বিভিন্নস্থান থেকে বিএনপি-জামায়াতের ৭ কর্মীসহ ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. ইলিয়াস নূরী জানান, কোতোয়ালি থানা পুলিশ বিএনপির একজন, বদরগঞ্জে বিএনপির একজন ও জামায়াতের একজন, গঙ্গাচড়ায় জামায়াতের একজন ও মিঠাপুকুর থানা পুলিশ জামায়াত-শিবিরের তিনজন কর্মীকে গ্রেপ্তার করেছে।
তিনি জানান, গ্রেপ্তার এ সব বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। তাদের সংশ্লিষ্ট থানা পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া পুলিশি অভিযানে একই সময় মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, রাহাজানি, ডাকাতি, হত্যা ও খুনের মামলায় ৩১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।