Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 frr_177811
খোলা বাজার২৪,শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫।। র কাহারোলে কান্তজিউর মন্দিরে রাসমেলায় বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে।
শুক্রবার গভীর রাতের এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
কাহারোল থানার ওসি আব্দুল মজিদ সমকালকে জানান, রাসমেলায় বিস্ফোরণের ঘটনায় মেলা থেকে গভীর রাতে তিনজন ও শনিবার ভোরে দুইজনকে জিজ্ঞসাবাদের জন্য আটক করা হয়েছে।
এ ঘটনায় কেউ এখনও মামলা করেনি জানিয়ে ওসি বলেন, আটকদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে শুক্রবার রাত একটার দিকে রাসমেলার ভোলানাথ যাত্রা প্যান্ডেলে পরপর ৩টি বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের ধারণা, এসব ককটেলের বিস্ফোরণ। তবে বিস্ফোরণের শব্দগুলো বেশ তীব্র ছিল জানিয়ে প্রত্যক্ষদর্শীরা বলছেন, এগুলো বোমা ছিল।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ৬ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোর থেকে ঘটনাস্থলে র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে হামলার পর মেলা বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে রাসমেলার ভিতরে ভোলানাথ নামে একটি যাত্রা প্যান্ডেলে যাত্রা দেখছিলেন বেশ কিছু লোকজন। রাত একটার দিকে যাত্রাপালায় পর পর ৩টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। তাৎক্ষণিকভাবে আহত ৬ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন জানান, এগুলো ককটেলজাতীয় বোমা হতে পারে। এ ঘটনায় জড়িতদের আটক করতে রাত থেকেই পুলিশ তৎপরতা শুরু করেছে। ঘটনাস্থলে দিনাজপুর সদর ও কাহারোল থানা পুলিশ একযোগে কাজ করছে বলেও জানয়েছেন পুলিশ সুপার।