Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

download (1)খোলা বাজার২৪,শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫।।হংকং, ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে শনিবার ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ঘটনায় বড় ধরনের কোন সুনামির আশঙ্কা নেই। এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
মার্কিন আবহাওয়াবিদরা এ কথা জানিয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ২৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ২২টা ২৪) মিনিটে অস্ট্রেলিয়ার নগরী পার্থ থেকে প্রায় ৩ হাজার ১০০ কিলোমিটার (১৯৫০মাইল) দক্ষিণপশ্চিমে এবং হার্ড আইল্যান্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জের ১ হাজার কিলোমিটার দূরে এই ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের দক্ষিণ-পূর্ব প্রান্তে।
একটি যৌথ অস্ট্রেলিয়ান সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, অস্ট্রেলিয়ায় এখন সুনামির কোন হুমকি নেই।