খোলা বাজার২৪,শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫।।বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেজ বলেছেন অদূর ভবিষ্যতেও তিনি কাতালান জায়ান্টদের হয়েই খেলা চালিয়ে যেতে চান। এমনকি বর্তমান পারিশ্রমিক যদি তিনগুণও বৃদ্ধি পায় তারপরেও তিনি বার্সেলোনা ছেড়ে অন্যত্র যাবেন না। এককথায় তিনি বলেছেন ‘যে ক্লাবে খেলার স্বপ্ন সবসময়ই দেখেছি সেখানে খেলতে পারাটা অবশ্যই বিশেষ কিছু।’
উরুগুয়ের জাতীয় দলের এই তারকা বাণিজ্যিক একটি ইভেন্টে অংশ নিয়ে বলেছেন, বার্সেলোনা ছেড়ে যাওয়া অসম্ভব। এখানেই আমি খেলতে চাই। আমার পরিবারও এখানে থাকতে পেরে দারুন খুশী। এখন এমন এক পরিস্থিতি হয়েছে যে এই শহরটা আমার নিজেরই মনে হয়। তবে এখানে থেকেই যে অবসর নিতে পারবো এই গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু দীর্ঘ সময় যে এখানে আছি এটা নিশ্চিত।
গত মৌসুমে ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেবার পর থেকেই এই ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুয়ারেজ। ব্রাজিলিয়ান নেইমার ও আর্জেন্টাইন তারকা লিয়নেল মেসির সাথে তার নামটা যেন দারুনভাবে জড়িয়ে গেছে। নিজের পাশাপাশি মেসির ক্লাব ছাড়ার গুজবকেও উড়িয়ে দিয়ে সুয়ারেজ বলেছেন, আমরা এখানে একটা পরিবারের মত, আমাদের সময়টা দারুন কাটছে।