Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
google-corporateখোলা বাজার২৪,শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫।।টেক জায়ান্ট গুগল স্কুলের শিশুদের উপর নজরদারি চালায় বলে অভিযোগ করেছে একটি সিভিল লিবার্টি গ্রুপ। ইলেক্ট্রনিকস ফ্রন্টিয়ার ফাউন্ডেশন (ইএফএফ) নামের গ্রুপটি জানিয়েছে শিশুদের ইন্টারনেট সার্চ কর্মকাণ্ডের উপর নজরদারি ও তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে আসছে গুগল।
বিষয়টি নিয়ে এরই মধ্যে ইউএস ফেডারেল ট্রেড কমিশনের কাছে অভিযোগ করেছে ইএফএফ। অভিযোগে বলা হয়েছে শিশুদের শিক্ষামূলক সেবা দেওয়ার বিষয়ে গুগল তার প্রতিশ্রুতির পাশাপাশি বাণিজ্যিক নিয়মও ভঙ্গ করেছে।

সিভিল লিবার্টি গ্রুপ ইএফএফ বলছে গুগলের যে সব পণ্য স্কুলে ব্যবহৃত হচ্ছে সেই সব পণ্য থেকে শিশুদের অভিভাবকদের অনুমতি ছাড়াই তথ্য হাতিয়ে নিচ্ছে গুগল। ইএফএফ -এর অভিযোগে বলা হয়েছে যে তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে তা পরবর্তীতে পণ্য উন্নয়নে ও বিজ্ঞাপনের জন্য ব্যবহার করছে গুগল।

তবে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি বলছে স্কুলে তাদের পণ্যগুলো আইন অনুযায়ী কাজ করছে। মার্কিন স্কুলে গুগলের ক্রোমবুক ও প্রতিষ্ঠানটির শিক্ষামূলক অ্যাপ ব্যবহৃত হয়ে আসছে।

গুগল বলছে স্কুলে ব্যবহৃত পণ্যগুলো শিশুদের শিক্ষার জন্য নিরাপদ স্থান হিসেবে তৈরি করা হয়েছে। যে পণ্য সেবাগুলোতে কোন ধরণের বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়া হয় না। ফরচুন।