Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫ : টি-টোয়েন্টি প্রমীলা বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আজ (শনিবার) আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ইতিমধ্যে সব বাধা অতিক্রম করে ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জাহানারারা। ব্যাংককে আজ বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ফাইনাল ম্যাচ।
টুর্নামেন্টে অপরাজিত বাংলাদেশের মেয়েরা একের পর এক বাধা টপকেছেন অনায়াসে। দুরন্ত ব্যাটিংয়ে নয়, দুর্বার বোলিংয়ে। স্বাগতিক থাইল্যান্ডকে ৭৩ রানে হারিয়ে শুরু। এরপর স্কটল্যান্ডকে ৮ উইকেটে এবং পাপুয়া নিউগিনিকে ৪১ রানে হারিয়েছেন জাহানারারা। সেমিফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ রানের জয় বাংলাদেশকে নিয়ে গেছে টি-টোয়েন্টি প্রমীলা বিশ্বকাপের মূলপর্বে।
আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আজ ফাইনালে জিতে বাংলাদেশের মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চান। আইরিশ কন্যাদের শেষ লড়াইয়ে হারালেই স্বপ্নপূরণ।