খোলা বাজার২৪, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫ : আইসিসি নারী বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনাল চলছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে। টস জিতে আগে ব্যাট করে আয়ারল্যান্ডের সামনে ১০৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশের নারী দল।
ব্যাংককের তেরথাই ক্রিকেট গ্রাউন্ডে ৩ উইকেটে ১০৫ রান করে জাহানারা আলমের দল। এই রিপোর্ট লেখার সময় ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪২ রান তুলেছে আইরিশরা।
নাহিদা আখতার ২টি ও রুমানা আহমেদ ১টি উইকেট নিয়েছেন। ষষ্ঠ ওভারে বাংলাদেশ হারিয়ে ফেলে ২ উইকেট। পরপর দুই বলে শারমিন আখতার (৯) ও লতা মণ্ডলকে (০) আউট করেন মেটক্যাফে। এরপর আর একটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। সেটি ১৯তম ওভারে। তৃতীয় উইকেটে নিগার সুলতানা ও রুমানা আহমেদ গড়েন ৭৪ রানের জুটি।
৫৭ বলে ২ বাউন্ডারিতে ৪১ রান করেন নিগার। তিনিও মেটক্যাফের শিকার হয়েছেন। ৪৩ বলে ১ বাউন্ডারিতে ৩৮ রানে অপরাজিত থাকেন রুমানা। ফারজানা হক অপরাজিত থাকেন ৬ রানে। বাংলাদেশের ইনিংসে বাউন্ডারি হয়েছে মাত্র ৪টি। ছক্কা নেই একটিও। টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে যা মানানসই না।
শক্তিশালী দল আইরিশরা। তাদের বিপক্ষে রান হয়তো একটু কম হয়ে গেছে।