খোলা বাজার২৪, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫ : দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু মরক্কোর এক কিক বক্সার বাধ হারির সঙ্গে কিছুদিন পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেয়ায় পর্তুগালের স্ট্রাইকার এবং রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে সমকামী বলে দাবি করেছেন ফরাসি টিভি শো-এর সাংবাদিক দ্যানিয়েল রিওলো।
রিপোর্টে বলা হয়েছে যে, বিভিন্ন সময়ে একাধিক গার্লফ্রেন্ডের সঙ্গে ডেট করা রোনালদো নাকি সপ্তাহে তিন থেকে চার বার তার ব্যক্তিগত বিমানে মরক্কো উড়ে যান। সেখানে কিক বক্সার বাধ হারির সঙ্গে সময় কাটান তিনি। এই কিক বক্সার রোনালদোর দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। সোশ্যাল সাইটে একসঙ্গে তাদের বেশ কিছু ছবিও রয়েছে। কিন্তু এই রিয়েল মাদ্রিদ তারকার সঙ্গে বাদ হারির সম্পর্ক নিছক বন্ধুত্বের থেকেও কিছুটা বেশি বলে দাবি সাংবাদিক দ্যানিয়েল রিওলোর।
বিভিন্ন সময়ে রোনালদোর মডেল গার্ল ফ্রেন্ডরা অবশ্য তার সমকামী হওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন। রোনালদো নিজে শুধু জানিয়েছেন যে তিনি তার যৌনতা নিয়ে খুশি।