খোলা বাজার২৪, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫ : আ.লীগের মেয়র প্রার্থীর জন্য বিএনপি দলীয় এক সাবেক কাউন্সিলরের খাসি মানতের বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
এই বিএনপি নেতার আ’লীগ প্রীতির ঘটনাটি রহস্যজনক বলে দাবি করেছেন স্থানীয়রা।
ঘটনাটি জেলার গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমানকে দলীয় মনোনয়ন দেয়ার পর ওই ওয়ার্ডের বিএনপি দলীয় সাবেক কাউন্সিলর গোলাম মোর্শেদ পান্না ঘোষণা করেন হারিছকে দলীয় মনোনয়ন দেয়া হলে তিনি আগেই একটি খাসি জবাই করে খাওয়াবেন বলে মানত করেন। সেই অনুযায়ী বুধবার রাতে তিনি তার নিজের পালিত একটি খাসি মেয়রের বাড়িতে দিয়ে আসেন।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও আ.লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়।