Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫ : অ্যামেরিকার আটলান্টায় বাস করতেন এক বুড়ো দম্পতি। বুড়ো মহিলার নাম ছিল মিনি উইন্সটন আর তার স্বামীর নাম ছিল উইলিয়াম উইন্সটন। একদিন ভোরের ঠিক আগে, ৭৭ বছরের ঐ বুড়ী তার বাড়ির মেঝেতে আবিস্কার করলো তাজা রক্ত। এরপর দৌড়ে গিয়ে সে তার ৭৯ বছর বয়সী স্বামীকে বিষয়টি অবহিত করে। তার স্বামী ব্যাপারটা দেখে অনেক খোঁজাখুজি করে ঘরের ভেতর কোথাও কিছু খুঁজে পেল না। পাই নি বা রক্তের উতপত্তিস্থল সম্পর্কেও কোন ক্লু।
এর পর ঘটনাটি লোকাল পুলিশকে ঐ দম্পতি অবহিত করে। কিন্তু প্রথম দিকে বিষয়টা তেমন একটা পাত্তা দেই নি পুলিশ। এই দম্পতির কোন পোষা প্রাণী ছিল না। তারা দুজনেই ছিলেন ডাইবেটিস রোগী। এমনকি তারা নিজেরাও ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করে এসেছিলেন যে এই রক্ত তাদের কিনা। কিন্তু না। তেমন কিছুই না।
পরে বিষয়টি নিয়ে শুরু হয় আরেকটু বড় তদন্ত। তদন্তে বের হয়ে আসে ঐ রক্ত ছিল মানুষের এবং বুড়ো দম্পতির কারো সাথে কোন রক্তের গ্র“পে মিল নেই। কিন্তু তদন্ত এতটুকু পর্যন্তই গড়ায়। কারণ এরপর সেই দম্পতি হঠাৎ করেই গায়েব হয়ে যায়। এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। তাই আর এগোইনি তদন্ত, মেলেনি রহস্যের উত্তর।