খোলা বাজার২৪, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫ : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বিএনপিকে যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতের সঙ্গ ত্যাগ করার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, বিএনপিকে বলি, এখনও সময় আছে- জামায়াতের সঙ্গ ত্যাগ করুন। যতক্ষণ পর্যন্ত তাদের নিয়ে চলবেন, ততক্ষণ পর্যন্ত বুঝবো এদেশের সংবিধান ও গণতন্ত্রের প্রতি আপনাদের অনীহা রয়েছে।
সুরঞ্জিত সেন গুপ্ত আজ শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির মহড়াকক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।
গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়র্দীর’র ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আয়োজিত সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাডভোকেট ইউসূফ হোসেন হুমায়ুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকট শামসুল হক টুকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আখতারুজ্জমান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ বক্তব্য রাখেন।
সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, যে সময়ে জামায়াতের নেতারা যুদ্ধাপরাধের দায় স্বীকার করে নিজেদের শাস্তি কমানোর দাবী করছে তখন বিএনপি পৌরসভা নির্বাচনে ২৯ জন জামায়াতের প্রার্থীকে সমর্থন দিচ্ছে। যারা যুদ্ধাপরাধী হিসাবে দায় স্বীকার করছে, তাদের আপনারা সমর্থন দিচ্ছেন কি ভাবে?
বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এবার মানুষ ভেবেছিল বিএনপি নেতাদের বোধোদয় হবে। তারা জামায়াতের সঙ্গ ত্যাগ করবেন। কিন্তু যে জামায়াতের দল হিসাবেই নিবন্ধন নেই, বিএনপি তাদের দলের প্রার্থীদের সমর্থন করছে। এতে করে বিএনপির ভোট বাড়বে না বরং কমবে। যারা যুদ্ধাপরাধীদের সাথে আছে তারা কখনো অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক হতে পারে না।