Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51খোলা বাজার২৪, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫ : চাঁদপুরের ছেংগারচরের পর ফেনীর দুই পৌরসভায় মেয়র পদে বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
শনিবার দুপুরে ‘যাচাই-বাছাই শেষে’ ফেনী পৌরসভায় ফজলুর রহমান বকুল ও পরশুরাম পৌরসভায় মো. মোস্তাফিজুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক সাংবাদিকদের বলেন, “ফেনী পৌরসভায় বিএনপির প্রার্থী ফজলুর রহমান বকুল তার হলফনামায় তথ্য গোপন করায় এবং পৌর অডিট আপত্তি নিষ্পত্তি না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।”
এখন ফেনীতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান মেয়র আওয়ামী লীগের আলাউদ্দিন ও জাতীয় পার্টির মির্জা ইকবাল আলমগীর।
অন্যদিকে পরশুরাম পৌরসভার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাহেদা আক্তার বলেন, “বিধি মোতাবেক জামানত না দেওয়ায় মো. মোস্তাফিজুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।”
আর কোনো প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আওয়ামী লীগের নিজাম উদ্দিন আহাম্মেদ চৌধুরী সাজেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘোষণায় অপেক্ষায়।