Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

53খোলা বাজার২৪, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫ : বর্তমান সরকারের মেয়াদের মধ্যে বাংলাদেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহি চৌধুরী।
রাজধানীতে বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ ও ভবন নির্মাণ পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলে তিনি।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা বলেন, “মহাজোট সরকার যখন ২০০৯ সালে প্রথমবার ক্ষমতায় আসে তখন দেশের মাত্র ৪৫ ভাগ মানুষ বিদ্যুৎ পেত। আর বর্তমান সরকারের মেয়াদের মধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনা হবে।
“আমরা এখন গতানুগতিক কয়লা ও জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে সৌর বিদ্যুতের দিকেও মনোযোগী হয়েছি।”
কুড়িলের আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনের আন্তর্জাতিক পাওয়ার, সোলার, রিয়েল এস্টেট ও কন-এক্সপো প্রদর্শনীর উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
তৌফিক-ই ইলাহি বলেন, “ব্যয়বহুল হলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুকছে। এতে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।”
প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বের কারণে নানা প্রতিকূলতার মধ্যেও সরকার মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে বলে দাবি করেন এই উপদেষ্টা।
যুক্তরাষ্ট্রের ‘ফরেন পলিসি’ শীর্ষক সায়িকীতে বিশ্বের একশ চিন্তাবিদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রয়োদশতম অবস্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এটা তার অনেক আগেই পাওনা ছিল। ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন অনেক আগেই আমাদের বলেছিলেন, শেখ হাসিনা বিশ্বের শীর্ষস্থানীয় চিন্তাবিদ।”
অনুষ্ঠানের প্রধান অতিথি গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, “জমি স্বল্পতার কারণে দেশের নানা শ্রেণির মানুষের জন্য প্লট বরাদ্দ বাদ দিয়ে ফ্ল্যাট নির্মাণ করতে হবে। চীন অনেক বড় দেশ হওয়ার পরও সে দেশে উচুঁ ভবন তৈরি করে ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছে।
“আমাদেরও উঁচু ভবন তৈরি করে ফ্ল্যাট নির্মাণ করা হবে; আর প্লট বরাদ্দ দেওয়া হবে না।”
এসময় মন্ত্রী জানান, সরকার পূর্বাচলে ৬০ হাজার ফ্ল্যাট নির্মাণ করছে। আর উত্তরায় করছে ১৫ হাজার ফ্ল্যাট। উত্তরার ফ্ল্যাট ১৬ ডিসেম্বরের মধ্যে আর পূর্বাচলের ফ্ল্যাট ২০১৭ সালের মধ্যে হস্তান্তর করা হবে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদুত এদোয়ার্দো দে লা ইগলেসিয়া ই দেল রোসাল।