খোলা বাজার২৪, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫ : গনতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫২ তম মৃত্যুবার্ষীর আলোচনা সভায় লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, মুক্তিযুদ্ধের পরাজিত বাকশালী অপশক্তি স্রৈরাচারকে সাথে নিয়ে দেশের গনতান্ত্রিক পরিবেশ ধ্বংস করেছে। সোহরাওয়ার্দীর গনতান্ত্রিক চেতনা আজ ক্ষত বিক্ষত অবস্থায়। সাংবিধানিক ভোটাধিকার হরনের মহোউৎসব চালিয়ে আওয়ামী লীগ দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। বর্তমান জবরদখল সরকার মুখে গনতন্ত্রের মুখোশ লাগিয়ে গনতন্ত্র হত্যা করছে। তাদের কাছে গনতন্ত্র, মানবাধিকার ও বাক স্বাধীনতা অবরুদ্ধ।
তিনি বলেন, সোহরাওয়ার্দীর চিন্তাধারাকে পিষ্ট করে নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করা হয়েছে। জনবিচ্ছিন্ন সরকার জনগনকে জিম্মি করে সকল নির্বাচনে বিরোধীদল মুক্ত রাখার অপচেষ্টা করছে। দলীয় প্রতিকে স্থানীয় নির্বাচনে নির্বাচন কমিশন নিরেপেক্ষ ভুমিকা রাখতে পারছেনা। দলকানা কমিশন আওয়ামী প্রার্থীদের বিজয় নিরংকুশ করতে প্রতিযোগীতায় নেমেছে। অন্যদিকে বিরোধীদলীয় প্রার্থী ও সমর্থকদের সাজানো মিথ্যা মামলায় গনগ্রেফতার ও হয়রানি করছে। তাই সোহরাওয়ার্দীর চিন্তাধারা ও আদর্শকে ধারন করে ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
আজ (শনিবার) বিকাল ৪ টায় একুশে মিলনায়তনে বাংলাদেশ ছাত্রমিশন ঢাকা মহানগর আয়োজিত সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষীতে ‘অবরুদ্ধ গনতন্ত্র পুনরুদ্ধারে সোহরাওয়ার্দীর চিন্তাধারা’ র্শীষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তাব্যে তিনি একথা বলেন।
ঢাকা মহানগর ছাত্রমিশন আহবায়ক সৈয়দ মোঃ মিলনের সভাপতিত্বে সভায় বক্তাব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট ফারুক রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী মুকুল, আনোয়ার হোসেন মানিক, ছাত্রমিশন সভাপতি কামরুল ইসলাম সুরুজ, সাধারন সম্পাদক সালমান খান, সহ সভাপতি আলী আহসান রাসেল, প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত, নগর সদস্য সচিব ইমরান হোসেন, ছাত্রীনেত্রী মিস স্বপ্না আক্তার, শাকিলা আক্তার নিঝুম, কেন্দ্রীয় নেতা পারভেজ হোসেন প্রমুখ।