Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

faridpurখোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার দিবাগত রাতে ফরিদপুর শহরের পিয়ারপুর এলাকায় দুই সন্ত্রাসীপক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।এ ঘটনায় সন্ত্রাসী আফজাল হোসেন বিশ্বাস শাহীন(৩২) ওরফে কবজি কাটা শাহীন নিহত হয়েছে। নিহত শাহীন শহরের কমলাপুর এলাকার মৃত মোতাহার হোসেনের ছেলে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান,গত শনিবার রাত দেড়টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় দুই সন্ত্রাসী পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই সন্ত্রাসী পক্ষের সন্ত্রাসীরা পালিয়ে যেতে সমর্থ হয়। পরে পুলিশ সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে শাহীনের পরিচয় নিশ্চিত হয়েছে।

তিনি বলেন,খুন, অস্ত্র,বিস্ফোরণ,চাঁদাবাজিসহ ১৮টি মামলার ৫৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন শাহীন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন উদ্ধার করেছে।