খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : দুই সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশে বন্ধ থাকা ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন সরকারের তিন মন্ত্রী।
রোববার সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয় যাতে ফেসবুকের দুই প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের পুলিশ ও র্যা বের শীর্ষ কর্তকর্তারা উপস্থিত রয়েছেন।
বিভিন্ন বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চিঠিতে সাড়া দিয়ে ফেইসবুক কর্তৃপক্ষ কর্মকর্তাদের ঢাকা পাঠাচ্ছে বলে আগেই জানিয়েছিলেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
প্রতিমন্ত্রী সে সময় বলেছিলেন, বাংলাদেশে ফেসবুকের নানা ধরনের অপব্যবহার ও নেতিবাচক বিষয়গুলো বৈঠকে তুলে ধরা হবে। ফেইসবুকের কাছে কোনো বিষয়ে অভিযোগ করলে যাতে দ্রুত সাড়া পাওয়া যায় তার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।
সার্বিক বিষয়ে ফেইসবুকের সঙ্গে চুক্তি করারও আগ্রহ প্রকাশ করেন তিনি।
টেলিকম প্রতিমন্ত্রী তারানা ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৈঠকে উপস্থিত রয়েছেন।
আরও আছেন পুলিশ মহাপরিদর্শক শহিদুল হক, র্যা বের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি।
ফেসবুকের প্রতিনিধি হিসেবে রয়েছেন কোম্পানি দক্ষিণ এশিয়া অঞ্চলের ল’ এনফোর্সমেন্ট স্পেশালিস্ট বিক্রম লাংঘে এবং পাবলিক পলিসি ম্যানেজার দিপালী লিবারহান।
গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে ফেসবুকসহ কয়েকটি অ্যাপ বন্ধ রয়েছে, যদিও বিকল্প পথে অনেকেই এসব ব্যবহার করছেন।