খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিমকে হত্যার হুমকি দিয়ে ইমেইল করা হয়েছে।
‘মিশন জিহাদ-এর নায়েবে আমির পরিচয়দানকারী জনৈক নিজাম উদ্দিন ইমেইলে ([email protected]) হত্যার হুমকি দেন বলে জানান মুজাহিদুল ইসলাম।
তিনি বলেন, শনিবার দুপুরে মেইল চেক করতে গিয়ে তিনি ওই মেইলটি দেখেন। তিনি এ বিষয়ে সাধারণ ডায়েরি করবেন।
সিপিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ২৮ মিনিটে ইমেইলটি আসে। সঙ্গে একটি মোবাইল নম্বরও (০১৭৪৭২৩৩০৭০) ছিল। হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হুমকি প্রদানকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানায় সিপিবি।