Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, পাকিস্তানের কোনো ছায়া যাতে বাংলাদেশের ওপর না পড়ে- সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।বলেমমন্তব্যকরেছেন।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন মিলনায়তনে ‘একাত্তরের গণহত্যা : পাকিস্তানের অস্বীকার’ শীর্ষক এক আলোচনা সভায় এইচ টি ইমাম এসব কথা বলেন। সভায় মুক্তিযুদ্ধে গণহত্যা ও বর্বরতা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে পাকিস্তানের সব পণ্য বর্জন এবং দেশটির সঙ্গে কূটনৈতিক সর্ম্পক ছিন্ন করার আহ্বান জানিয়েছন কয়েকজন বক্তা।

মুক্তিযুদ্ধে শহীদ ও স্বজন হারানোদের একটি সংগঠন ‘একত্তরের স্বজনহারা ফোরাম’ এ সভার আয়োজন করে। বক্তারা বলেন, পাকিস্তানের শোষণ ও মিথ্যাচারের প্রতিবাদেই একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছিলাম। কিন্তু পাকিস্তান এখনও সেই পরাজয় মেনে নিতে পারেনি।

সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, একাত্তরের বামপন্থী গেরিলা বাহিনীর মুক্তিযোদ্ধা তথ্যপ্রযুক্তিবিদ মাহবুব জামান, জাতীয় পতাকার রুপকার শিব নারায়ণ চন্দ্র প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় এইচ টি ইমাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। নুরেমবার্গ ও টোকিও ট্রাইব্যুনালসহ বিশ্বের বিভিন্ন দেশের মানবতাবিরোধী অপরাধের বিচারে কোনো ধরনের ‘ডিফেন্স’ রাখার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু বাংলাদেশে অভিযুক্তদের সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেই বিচার করা হচ্ছে। কাজেই এ নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।