খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : ঢাকার উত্তরা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সন্দেহভাজন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ জানান, শনিবার সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়। অভিযানে একটি মোবাইল জ্যামার ও বেশ কিছু জঙ্গি মতাদর্শের বই উদ্ধার করা হয়।
“নিজেদের মধ্যে বৈঠকের সময় তাদের সঙ্গে কেউ যাতে যোগাযোগ করতে না পারে এবং বৈঠকের কোনো তথ্য যাতে ফাঁস না হয়, সেজন্য ওই জ্যামার ব্যবহার করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা,” বলেন পুলিশের এই কর্মকর্তা।
উপ-কমিশনার মাশরুকুর বলেন, পরে সংবাদ সম্মেলন করে আটকদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।