খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : প্রতিকূল পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।
আজ রবিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।
তিনি বলেন, দিন দিন গণতন্ত্রের পরিধি সংকুচিত হচ্ছে। সব প্রতিকূল অবস্থার মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই পৌর নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। ডেমোক্রেটিক স্পেস না থাকলে জঙ্গিবাদের উত্থান ঘটে। সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হলে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবিলা করা সম্ভব হয়। নির্বাচন কমিশন পৌর নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করছে না। তারা দলীয় ইশারায় কাজ করছে। এ সরকারের আমলের বিগত নির্বাচনগুলোতে আমরা সেটাই দেখেছি।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন প্রথম থেকে যে ভূমিকা পালন করছে, তা নিরপেক্ষ নয়। তারা পুরোপুরিভাবে দলীয় ভূমিকা পালন করছে। সে ক্ষেত্রে পৌর নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, কতটা অবাধ হবে- এটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। বিএনপির এই নেতার অভিযোগ, নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে যথেষ্ট সময় না দিয়ে নির্বাচনের বিধি তৈরি করায় সব দলের পক্ষে ভোটের প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। এটা আবারো প্রমাণ করেছে যে নির্বাচন কমিশন দলীয় নির্দেশ পালন করছে।