Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, শিশু ও মাতৃমৃত্যু হার নিয়ে ‘কিছু অর্থনীতিবিদ’ যেসব দেশের সঙ্গে তুলনা করেন সেসব দেশের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত ‘বিভাগীয় ইনোভেশন সার্কেল’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কারও নাম উল্লেখ না করে তৌফিক-ই-ইলাহী বলেন, “কিছু অর্থনীতিবিদ আছেন, যারা প্রেডিক্টিভ মডেল করেন নানা দেশ নিয়ে। তাদের প্রেডিক্টিভ লেভেলে দেশের স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, শিশু ও মাতৃমৃত্যু হার যেখানে থাকার কথা, বাংলাদেশের অর্জন তার চেয়ে অনেক বেশি।

এ প্রসঙ্গে ভারতের অর্থনীতির বিভিন্ন সূচক তুলে ধরে তিনি বলেন, “ভারতের পার ক্যাপিটা ইনকাম আমাদের চেয়ে দ্বিগুণ। অথচ শিশু ও মাতৃমৃত্যু হার, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন- এসব সূচকে ভারতের চেয়ে অনেক এগিয়ে আমরা।”

বিশ্বব্যাংক ও আইএমএফ’র ‘ইনক্লুসিভ ইকোনমি’ টার্মের সমালোচনা করে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, “এটা একটা কনডিসেন্ডিং টার্ম, যার পেছনে অন্যকে ছোট করার প্রবণতা আছে।

“ওহ আচ্ছা ও তো গরীব মানুষ। তাকেও একটু ইনক্লুড করা যাক। বিশ্বব্যাংক, আইএমএফ এই কনডিসেন্ডিং টার্ম ইউজ করে।”

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এম এন জিয়াউল আলম, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. মফিজুল ইসলাম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল উদ্দিন।