Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন তিন সদস্যকে ১০ দিনের রিমান্ডে চেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রবিবার ডিবি পুলিশে​র পরিদর্শক (ওসি) আজিজুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ​এ আবেদন করেন। ডিএমপির ভাষ্য, গতকাল শনিবার রাতে উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জেএমবির কারিগরি সহায়ক এএইচএম খায়রুল আসাদ, সাবেক শুরা সদস্য মীর মোয়াজ্জেম হোসেন ও কফিল উদ্দিন বিন আমিন। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুর ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে মোবাইল ফোনের জ্যামার এবং উগ্রবাদী মতাদর্শের বিপুলসংখ্যক বই উদ্ধার করা হয়েছে। ডিবির কর্মকর্তাদের ভাষ্য, খায়রুল জেএমবিকে কারিগরি সহায়তা দিতেন। জেএমবির শুরা সদস্যরা সভা করার সময় জ্যামার ব্যবহার করতেন, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবস্থান চিহ্নিত করতে না পারে।