Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
56709_0

খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ :গণতন্ত্র রক্ষার জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও সাবেক স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ প্রশ্ন রেখে বলেন, গণতন্ত্র আজ কোথায়?রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে জাপা আয়োজিত এক আলোচনা সভায় এরশাদ এ মন্তব্য করেন।জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, গণতন্ত্র রক্ষার জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। প্রশ্ন রেখে তিনি বলেন, কোথায় আজ গণতন্ত্র? ডেইলি স্টার পত্রিকাও লিখেছে গণতন্ত্র কত দূর? জানি না, গণতন্ত্রের মুখ কখন দেখব।৬ ডিসেম্বর অন্য দলগুলো স্বৈরাচার পতন দিবস হিসেবে পালন করলেও এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি দিনটিকে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে পালন করে।সাবেক এই শাসক আরও বলেন, পৌরসভা নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগের অতীতের অপকর্মের কথা মানুষ ভুলে যাবে। একটা কথা আমি বারবার বলি, এই নির্বাচনে সব আসনে আওয়ামী লীগ হেরে গেলেও ক্ষমতা তাদের যাবে না। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না এটা তাদের বুঝতে হবে। মানুষের মনের সংশয় দূর করতে হবে। আস্থা ফিরিয়ে আনতে হবে, যে তাদের অধীনে সব নির্বাচন সুষ্ঠু হবে।
টিআইবি সম্পর্কে এরশাদ বলেন, বাংলাদেশে দুর্নীতির সূচক কমেছে। দুর্নীতি বাড়ছে। কোথায় যাচ্ছে সম্পদ, কীভাবে যাচ্ছে। আমরা সবই জানি। কিন্তু আমাদের বলার সাহস নাই।সাবেক মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যায় মামলা তাঁকে জড়ানো প্রসঙ্গে এরশাদ বলেন, খালেদা জিয়া দিয়েছেন মঞ্জু হত্যা মামলা। ১৪ বছর নয় মাস পর মামলা। হত্যা হয়েছে ৮১ সালে, মামলা দিলেন ১৯৯৫ সালে। সেই মামলা এখনো শেষ হয়নি। কখনো শেষ হবে না। কবরে গেলেও সেখানে সমন যাবে। এ সরকারও শেষ করবে না। কিচ্ছু যায় আসে না। কারণ আমি জানি, আমি নির্দোষ। আমার হাতে রক্তের দাগ নাই।জাতীয় পার্টিকে (জাপা) নিঃশেষ করার চেষ্টা করে এখন বিএনপিই নিঃশেষ হওয়ার পথে বলে মন্তব্য করেছেন জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।এরশাদ বলেন, বিএনপি জাতীয় পার্টিকে (জাপা) নিঃশেষ করতে চেয়েছিল। আমার নামে ৪২টি মিথ্যা মামলা দিয়েছিল। কিন্তু আল্লাহর বিচার আছে। আজ তাদের ঠিকানা নাই। বিএনপিই এখন নিঃশেষ হওয়ার পথে।প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, তিনি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন, কিন্তু এক্স-রে করে তার মেরুদণ্ড পাওয়া যায়নি। তিনি একজন মেরুদণ্ডহীন মানুষ। মেরুদণ্ড থাকলে তিনি যেন আগামী পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেখান।বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, তারা দু‘দলই জিঘাংসার রাজনীতি করে। জনগণ তাদের পছন্দ করে না, জনগণ পরিবর্তন চায়, জাপাকে চায়। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, এ সুযোগ কাজে লাগাতে হবে।দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে এরশাদ বলেন, দেশে প্রতিনিয়তই গুম-খুন হচ্ছে। পত্রিকায় দেখলাম আওয়ামী লীগের এক নেতা খুন হয়েছেন, পাঁচ বছরের একটি শিশুকে পর্যন্ত নির্যাতন করা হয়েছে। তাদের হাতে কেউ নিরাপদ নয়। এর কারণ দেশে সুশাসন নেই।এসময় সাবেক এই স্বৈরশাসক তার বিরুদ্ধে আন্দোলনরত শহীদ নুর হোসেন এবং ডা. মিলন হত্যার বিচার দাবি করে বলেন, আমিও মিলন হত্যার বিচার চাই, কারা তাকে খুন করেছিল খুঁজে বের করুন। শাস্তি দিন, কিন্তু সেই সাহস আপনাদের নেই।সভায় প্রধান বক্তা ছিলেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। আরও বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এইচ এম ফয়সাল চিশতী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সাইফুদ্দিন আহমেদ মিলন, মীর আব্দুস সবুর ও জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।