Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Donation JPG-2 -06-12-2015খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ :শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে দেশের কয়েকটি প্রতিষ্ঠানকে আর্থিক সহযোগিতা ২১.৫০ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেছে। ০৬ ডিসেম্বর ২০১৫ইং তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরমান আর চৌধুরী ৬টি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্জ মোহাম্মদ ইউনুছ, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্জ আক্কাচ উদ্দিন মোল্লা, নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান আলহাজ্জ মোঃ সানাউল্লাহ সাহিদ, ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্জ ইঞ্জি. মোঃ তৌহিদুর রহমান, পরিচালক আলহাজ্জ মহিউদ্দিন আহমেদ, ইন্ডিপেনডেন্ট পরিচালক জনাব মোশাররফ হোসেন এবং অনুদান গ্রহীতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে বাহাদুরপুর রহমানিয়া টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর সোলার সিস্টেম বিদ্যুৎ স্থাপনের জন্য ৫.০০ লক্ষ টাকা, নায়ায়ণগঞ্জ জেলার গাউছিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার লিল্লাহ ফান্ডে এ ৫.০০ লক্ষ টাকা, গাইবান্ধায় অর্কা কর্তৃক অনাথ ছাত্রীদের জন্য অর্কা হোমস নির্মানের জন্য ২.০০ লক্ষ টাকা, পটুয়াখালীতে জালালিয়া হাফেজিয়া মাদ্রসার হোস্টেল সংস্কারের জন্য ৬.০০ লক্ষ টাকা, ঢাকা জেলার ডেমরা এলাকায় অবস্থিত নরাইবাগ ইসলামিয়া মাদ্রাসার এতিম ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যয় নির্বাহ ও ভবন নির্মানের জন্য ৩.০০ লক্ষ টাকা এবং মুন্সীগঞ্জ জেলার গজারিয়াতে জামিয়া ফারুকিয়া রওজাতুল উলুম প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য ৫০ হাজার টাকা সর্বমোট ২১.৫০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।