Mon. Jul 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের জন্য ঢাকা-২০, নাটোর-২ ও বরগুনা-২ আসনের সরকার দলীয় এমপিদের কারণ দর্শানো নোটিশ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ইতোমধ্যে সেই চিঠিতে স্বাক্ষরও করা হয়েছে। রাতেই তিন সাংসদকে সেই চিঠি পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, মনোনয়ন জমা দেয়ার সময় উপস্থিতি, হেলিকপ্টার ব্যবহার ও আগাম প্রচারণামূলক কাজে জড়িয়ে সরকারের সুবিধাভোগী ব্যক্তিরা আচরণবিধি লঙ্ঘন করেছেন। বিষয়টি ইসির নজরে পড়ায় শো’কজ নোটিশ দেয়ার সিদ্ধান্ত হয়।

এ ব্যাপারে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকেদর বলেন, বরগুনা-২ আসনের হাচানুর রহমান রিমন, ঢাকা-২০ আসনের এমএ মালেক ও নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুলকে শোকজ করা হচ্ছে। তিনি জানান, আরো কিছু সাংসদের বিষয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে। তা যাচাই করে সোমবার কয়েকজনকে কারণ দর্শাতে বলা হবে।

চিঠি পাওয়ার তিনদিনের মধ্যে তাদের জবাব দিতে হবে বলে জানান তিনি।